skills, can, startup

Skill development

নিজেকে একজন জনসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য নিজের স্কিল ডেভেলপ করা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাই নিজেদের দক্ষতা বাড়াতে। যেমনঃ পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন স্কিল, যোগাযোগ দক্ষতা, MS OFFICE, ADOBE PHOTOSHOP & ILLUSTRATION ইত্যাদি। কিন্তু আমাদের যা দরকার তা হল একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা আসলেই আমাদের দক্ষতা বাড়াতে পারব চর্চার মাধ্যমে। সেই লক্ষে আমরা, জিডিএন- সাস্ট উদ্যোগ নিয়েছি একটি প্ল্যাটফর্ম তৈরি করার যেখানে আমরা সবাই চর্চার মাধ্যমে নিজেদের দক্ষতা গড়ে তুলতে পারব। আর এই প্ল্যাটফর্ম সবার জন্য উন্মক্ত। জী সবার জন্য! শুধু থাকতে হবে নিজেকে গড়ে তোলার ইচ্ছা।
ধন্যবাদ🙂

Skill development is the most powerful tool to turn yourself into an asset for the country. We all are trying to develop our skills- Public Speaking, Presentation Skills, Communication Skills, MS Office, Adobe Photoshop and Illustration and many more. But we are all in need of a platform where we can practice and really keep our development going. This is why we, Graduate Development Network- SUST, trying to build a platform for everyone to practice and develop their soft skills. And by everyone we do not mean students of SUST, we invite everyone to join the platform! Yes, it’s open for all!
Thanks🙂